← Go back

বহরমপুর

বৃষ্টি টা থামার পরে বিজয়ার দেখা-সাক্ষাৎ শেষ করবো বলে বেরোলাম K C Paul এর ছাতা টা নিয়ে| অন্ধকার রাস্তায় কাদা এড়িয়ে হেঁটে যাচ্ছিলাম, বৃষ্টি হলো, কাদা হলো কিন্তু গরম টা কমবার কোনো নাম নেই| মুখটা বিষিয়ে উঠলো, ভাবছিলাম ইচ্ছে থাকলেও বেশি দিন থাকা আর সম্ভব না| কাল সকাল সকাল বেঙ্গালুরু ফেরত যাবো এটাই যা একটা রক্ষে| ভ্রুকুটি-বিমর্ষ মুখে হাঁটতে হাঁটতে হঠাৎ কে একটা আধো-অন্ধকার থেকে বললো "ভুটু দা যে ! কবে এলে? কেমন আছো?"

ঠিক চিনতে পারলাম না ছেলেটাকে, মুখ চেনা লাগলো বটে, -"ভালো ভাই, তোরা কেমন?" -"এই তো দাদা চলছে!"

আর কিছু বলার মতো কথা নেই তাই একবার ঘাড় নেড়ে এগিয়ে গেলাম, ছেলেটা কে ভাবতে ভাবতে|

পেছন থেকে কথা ভেসে আসলো - "ওহ! তোরা তো দাদার ওপেনিং দেখিস নি| শতদলের মাঠে ball-বাজির খেলা চলছে| অতনু দা আর ভুটু দা খেলছিল, অতনু দার স্ট্রেইট ব্যাট আর ভুটু দার ছক্কা........."

আর শুনতে পেলাম না কথা| ততক্ষনে আমার মনে পড়ে গেছে ছেলেটা কে, ভ্রুকুটিটাও ভ্যানিশ হয়ে স্মিতহাস্য হয়ে গেছিলো তখন|

ওই ছেলেটা বহরমপুর| আমার কাছে আধ-চেনা, বেশি সময় নেই ওর জন্য, কিন্তু আমার দশ বছরের পুরোনো ইনিংস টা ওর ঘটনাহীন সন্ধ্যের রূপকথা| আরেকবার পেছন ফিরে হালকা হেসে মাসির বাড়ির দিকে রওনা দিলাম|

Berhampore

সবাইকে জানাই বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা!

← Go back