ওরা
আজ রোদ টা একটু বেশি, সেই সকাল থেকেই ।
তাই একটু ছায়া খুঁজে বসলাম আমরা, সিঁড়িতে হাতের কাগজ টা পেতে ।
বসে সিগারেট টা ধরাতেই দেখলাম আমার সঙ্গীটি ভুরু কুঁচকে মুখ ঘোরালেন ।
হেসে ফেললাম আমি, দু-এক টান দিয়েই ফেলে দিলাম ।
দশ টাকার সিগারেট, তাও ওর রাগের দামটা অনেক বেশি !
খুশি হয়েও ছদ্ম রাগ দেখানো চাই ।
একটুক্ষণের চেষ্টাতেই যদিও ম্যাডাম হেসে ফেললেন ।
আজকের দিনটা বেশ ভালোই কেটেছে,
সকালে লুচি বেগুন ভাজা থেকে শুরু,
আর এই মিনিট দশেক আগে,
কর্নেল স্যান্ডার্স এর ভাজা মাংস ।
মাঝে নতুন ইংরেজি সিনেমা, তাও আবার ত্রিমাত্রিক ।
আগামী সপ্তাহান্তে কি করবো আমরা তার ই ভাবনা চিন্তা চলছিল ।
এমন সময় ওরা এসে পড়লো !
অপুষ্ট, কালো আর ভীষণ নোংরা বাচ্চাগুলো ।
আমার বান্ধবী ভয় পেয়ে আমার গা ঘেঁষে বসলো ।
আমিও সন্ত্রস্ত হয়ে উঠলাম, আজকেই কাচা ধপধপে সাদা টি-শার্ট টা !
বিরক্তিতে মন টা বিষিয়ে উঠলো ।
আমাদের পাশের দঙ্গলটি কিছুক্ষন হাসি-ঠাট্টা করে,
কিছু পয়সা দিয়ে ওদের ভাগিয়ে দিলো ।
আমরা প্রথমে ব্যস্ততার ভান করলাম,
দেখেও না দেখে যদি ছাড় পাওয়া যায় ।
কিন্তু ওরা ম্যানার্স শিখে উঠতে পারেনি ,
কয়েক মুহূর্ত ঘ্যানঘ্যান করেই ,
ঠান্ডা হাতের স্পর্শে সেটা দিব্বি জানান দিলো ।
চোখ ফেরাতেই হলো ।
ধুলো মাখা মুখ, চুলে জট,
দশ-বারো বছরের একটি মেয়ে ।
ধূসর মুখে চোখদুটো যেন জ্বলছে ।
আমাদের মতো কোনো কাপল দেখলে খুব খুশি হয় ওরা,
সহজেই হার মানাতে পারে যে ।
কিন্তু, আমি ঠিক করলাম ওদের বাঁদরামো সইবো না ।
বার বার বলা সত্ত্বেও এক পা নড়ছে না,
আমার বান্ধবী কে ছেঁকে ধরে ক্রমাগত ঘ্যান ঘ্যান করছে ।
রাগ হলো ভীষণ, চেঁচিয়ে উঠলাম আমি "যাবি এক্ষুনি? নইলে .."
অজান্তেই হাতটা মারমুখী হয়ে উঠেছিল ।
মেয়েটা কিন্তু ভয় পায়নি, চোখের পাতাও ফেলেনি একবার ।
আমার দিকে সোজা চেয়ে রইলো, একটু হেসে আমায় বলল,
"মারবে? মারো না গো ! জোওওওরে মারো ।
মাথা টা ফুলে গেলে দুদিনে অনেক পয়সা পাবো ।
নাহলে বরং ঠেলে ফেলে দাও সিঁড়ি থেকে
কিচ্ছু কেও বলবে না তোমাকে ।
আমার মাথাটা ফেটে একটু রক্ত বেরোলে,
রক্ত লেগে যাবার ভয়ে অনেকে পয়সা দেবে ।
মারো না গো ! মারবে ?"
হঠাৎ যেন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেলো ।
আমার মাথাটাও ঠিক কাজ করছিলো না,
আমি উঠে খুব জোরে হাঁটতে লাগলাম ।
পেছনে আমার সঙ্গীটি প্রায় ছুটে আমার কাছে এসে পৌছালো,
আমার সামনের দৃশ্য আস্তে আস্তে ঝাপসা হয়ে এলো ।
পেছনে ওদের কলকলিয়ে হেসে ওঠার আওয়াজ পেলাম ।
"মারবে? মারো না ! মারো "